• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সেনাসদস্যদের সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত: ১৪:১৮, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:১৯, ৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
সেনাসদস্যদের সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৫ জানুয়ারি) রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান

ড. ইউনূস বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনাসদস্যদের প্রশিক্ষণ বাস্তবসম্মত। 

এরআগে, ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ী জেলায় সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করেন। প্রায় ১ ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন।

অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সব আর্মস এবং সার্ভিসেস অংশ নেয়। এছাড়াও, মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করে।

প্রধান উপদেষ্টা অনুশীলন শেষে সমাপনী বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা উল্লেখ করেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2