• NEWS PORTAL

  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেয়ার আহ্বান

প্রকাশিত: ২০:৫১, ১৩ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেয়ার আহ্বান

ছবি: বাসস

মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

গত বছরের মে মাসে কাজে যেতে সময়সীমা মিস করা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিককে প্রবেশের অনুমতি দিতে হাইকমিশনারকে জানান। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার বৈঠকের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও, গত পহেলা জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেয়ায় মালয়েশিয়ার প্রশংসা করেন তিনি। বাংলাদেশের আসিয়ানের সদস্য পদ পেতে দেশটির সমর্থনের কথাও উল্লেখ করেন। 

জাতিসংঘের অধীনে সঙ্গতি রেখে চলতি বছর রোহিঙ্গা সংকটের ওপর আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সমর্থনও আশা করেন অধ্যাপক ইউনূস। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2