• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খুলনায় বুলডোজার দিয়ে ‘শেখ বাড়ি’ ভাংচুর

প্রকাশিত: ২২:১৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২৩:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
খুলনায় বুলডোজার দিয়ে ‘শেখ বাড়ি’ ভাংচুর

ছবি: সংগৃহিত

খুলনার শেখ হেলালের বাড়িতে বুলডোজার দিয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বাড়িটিতে হামলা চালায়।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরীর শেরে বাংলা রোডে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার ভাইদের বাড়ির সামনে জড়ো হন। এই বাড়িটি ‘শেখ বাড়ি’ নামে পরিচিত। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে রাত সোয়া ৯টার দিকে বুলডোজার এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। 

উল্লেখ্য, খুলনার ঘটনার আগে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা।ৎ

এ সময় উপস্থিত ছাত্র-জনতাকে ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করে তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। একই সঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে।

ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে ছাত্র-জনতা। অনেকেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এককথায় পুরো বিল্ডিংয়ের অবকাঠামো ভেঙে ফেলা হচ্ছে। এ ছাড়া দ্বিতীয় তলার একাংশে দেওয়া হয়েছে আগুন। যদিও এর আগে ৫ আগস্ট ৩২ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2