ঈদে ছিনতাই প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি

ঈদযাত্রায় সড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।
মঙ্গলবার (১৮ মার্চ) ঈদযাত্রা নিয়ে সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনে মালিক-শ্রমিক ও প্রশাসনের যৌথ আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।
মো. সরওয়ার বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রেখে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছাতে কাজ করবে প্রশাসন।
তিনি বলেন, ঈদে সড়কে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা ও লাইট লাগানো হয়েছে। নেয়া হয়েছে মনিটরিং ব্যবস্থা।
এ ছাড়া ঈদ উপলক্ষে টার্মিনালে জায়গা সংকটে ডাইভারশন করা হবে বলেও জানান তিনি।
একই অনুষ্ঠানে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক-শ্রমিক ও প্রশাসন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা এলে দেশের পরিবর্তন পরিলক্ষিত হবে। এবার টিকিট নিয়ে কালোবাজারি হতে দেব না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন মালিক-শ্রমিক।
কোনো যাত্রীর মালামাল যেন ছিনতাই না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে পরিবহন শ্রমিকদের নজরদারি করার আহ্বান জানান তিনি।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, ঈদে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া, যাত্রীদের হয়রানি বন্ধে মালিক-শ্রমিক তদারকি করবেন।
এ ছাড়া দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময় ও চালকদের প্রশিক্ষণ দেয়া হবে।
বিভি/টিটি
মন্তব্য করুন: