• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৩ এপ্রিলের ছুটিতেও খোলা থাকবে যেসব সরকারি প্রতিষ্ঠান

প্রকাশিত: ১৭:৫৫, ২৩ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
৩ এপ্রিলের ছুটিতেও খোলা থাকবে যেসব সরকারি প্রতিষ্ঠান

আগামী ৩ এপ্রিল ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। রবিবার (২৩ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে এবার ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে ৩ এপ্রিলের ছুটিতে সরকারি অনেক প্রতিষ্ঠান চালু থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ–সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন।

এ ছাড়াও হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতা বহির্ভূত থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

এদিন ছাড়াও ঈদের ছুটিতে জরুরি সেবাসমূক 'বিশেষ ব্যবস্থাপনায়' চালু রাখা হয়। সুতারং জরুরি সেবাদানকারী অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী এই ছুটিতেও অফিস করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2