• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গত দুই দিনে ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী

প্রকাশিত: ১৮:৪৯, ৩০ মার্চ ২০২৫

আপডেট: ১৯:০৪, ৩০ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
গত দুই দিনে ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী

মোবাইল সিম মবিলিটির হিসাব অনুসারে গত দুই দিন (২৮, ২৯ এপ্রিল) প্রায় ৪১ লাখ মানুষ ঢাকা ত্যাগ করেছেন।  শুক্রবার (২৮ এপ্রিল) গ্রামীন ফোনের একুশ লাখ সাবস্ক্রাইবার ঢাকায় ঢুকেছে অপরদিকে ঢাকা ছেড়েছে ৮ লাখ ষোল হাজারেরও বেশি।

রবির একলাখ বিশ হাজার সাবস্ক্রাইবার ঢাকায় ঢুকেছে ২৮ এপ্রিলে, একই দিন ঢাকা ছেড়েছে চার লাখ সাতচল্লিশ হাজার। শুক্রবার বাংলালিংকের দুই লাখ বারো হাজার সাবস্ক্রাইবার ঢাকায় প্রবেশ করেছে, একই দিনে ঢাকা ছেড়েছে পাঁচ লাখ আটত্রিশ হাজার। একই তারিখে টেলিটকের আটষট্টি হাজার সাবস্ক্রাইবার ঢাকায় প্রবেশ করেছে, ছেড়েছে সাতানব্বই হাজার।

সব মিলিয়ে ঢাকায় শুক্রবার প্রবেশে করেছে ছয় লাখ তেইশ হাজার মানুষ, ছেড়েছে আঠার লাখ নিরানব্বই হাজার পাঁচশ সাইত্রিশ জন।

শনিবার (২৯ এপ্রিল) ঢাকায় প্রবেশ করেছে গ্রামীণ ফোনের এক লাখ তিরানব্বই হাজার সাবস্ক্রাইবার, ছেড়েছে নয় লাখ আঠার হাজার। বাংলালিংকের দুই লাখ দশ হাজার গ্রাহক ঢাকায় ঢুকেছে, ছেড়েছে ছয় লাখ, এক লাখ আঠার হাজার সাবস্ক্রাইবার ঢাকা ছেড়েছে রবির, ঢাকায় ঢুকেছে পাঁচ লাখ ছয় হাজার, টেলিটকের পঁয়ষট্টি হাজার আটশ সাবস্ক্রাইবার ঢাকা ছাড়ে শনিবার, ঢাকায় প্রবেশ করেছে একানব্বই হাজার চারশ সিম।

গত দুই দিনে মোবাইল সিম মবিলিটির হিসেবে প্রায় ৪১ লক্ষ মানুষ ঢাকা ত্যাগ করেছে।  

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2