• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৪৬তম বিসিএস: পরীক্ষা পেছানোর বিষয়ে ৩ দিন সময় চাইলো পিএসসি

প্রকাশিত: ২২:৩৯, ৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
৪৬তম বিসিএস: পরীক্ষা পেছানোর বিষয়ে ৩ দিন সময় চাইলো পিএসসি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো সম্ভব কি না— সিদ্ধান্ত নিতে তিন দিন সময় চেয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৫টার মধ্যে পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত জানানো না হলে পিএসসি চেয়ারম্যানসহ সদস্যদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামবেন বলে ঘোষণা দেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। 

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে চেয়ারম্যানের সঙ্গে এক বৈঠক শেষে এসব কথা জানান পরীক্ষার্থীরা। 

ওই বৈঠকে অংশ নেওয়া সেনা কর্মকর্তা মেজর রেদোয়ান আন্দোলনরত বিসিএস পরীক্ষার্থীদের জানান, পিএসসি সিদ্ধান্ত বদলাতে তিন দিনের সময় চায়। যেহেতু বিসিএস পরীক্ষার আয়োজন একটি বিশাল কর্মযজ্ঞ। সেজন্য অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। সিদ্ধান্ত বদলাতে হলে অর্থাৎ পরীক্ষার সময় পেছাতে হলে অনেক কিছুই আবার নতুন করে রিঅ্যারেঞ্জ ও ম্যানেজ করতে হবে। এজন্যই মূলত পিএসসি তিন দিনের সময় চায় এবং পিএসসি একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় এই এলাকাটি ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ জানান।  

তখন পরীক্ষার্থীরা সেই তিন দিনের সময় মেনে নিয়ে পিএসসি ভবনের বাইরে এসে নতুন কর্মসূচি ঘোষণা করেন। 

কর্মসূচি ঘোষণা দিয়ে পরীক্ষার্থী সিয়াম বলেন, পিএসসি তিন দিনের সময় চেয়েছে। আমরা সেটা মেনে নিচ্ছি তবে, তিন দিন মানে তিন দিন। অর্থাৎ আগামী শুক্রবার বিকাল পাঁচটার মধ্যে যদি ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত জানানো না হয় তাহলে আমরা আর এই দাবিতে আন্দোলন করতে আসব না, সরাসরি একদফার আন্দোলন অর্থাৎ পিএসসির চেয়ারম্যানসহ সদস্যদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামব। 

তিনি ঘোষণা করেন, আগামী শুক্রবার জুম্মার নামাজের পর আন্দোলনরত বিভিন্ন বিসিএসের পরীক্ষার্থীরা আবারও পিএসসি কার্যালয়ে আসবেন।

এর আগে দুপুরে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি কার্যালয়ে ঢুকে অবস্থান নেন বিভিন্ন বিসিএসের পরীক্ষার্থীরা। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম। বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের মধ্য থেকে ৬ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন পিএসসি চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2