• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘গুমের মতো অপরাধ বন্ধ ও বিচারে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার’

প্রকাশিত: ২১:১৪, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
‘গুমের মতো অপরাধ বন্ধ ও বিচারে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার’

ছবি: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গুমের মতো অপরাধ বন্ধে ও বিচারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। 

রবিবার বিকালে (২২ এপ্রিল) রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে 'গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫' নিয়ে আয়োজিত এক মতবিনিময়ে উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, যেসব অপরাধ হয়েছে, সরকারের সবচেয়ে অগ্রাধিকারগুলোর মধ্যে গুম অন্যতম। এই অধ্যাদেশের মাধ্যমে গুমের বিচার করবে সরকার। তিনি আশা করেন, পরবর্তী সরকার এই অধ্যাদেশটি সংসদে উত্থাপন করে বৈধতা দেবে।

মতবিনিময়ে আইন ও বিচারাঙ্গনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। গুমের শিকার ব্যক্তির উত্তরাধিকাররা যেন ব্যাংকে লেনদেন করতে পারে, একইসাথে গুম হওয়া ব্যক্তির যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে তা কোন আইনের আওতায় পড়বে, তাও স্পষ্ট করার তাগিদ দেন আলোচকরা।  

বিভি/এআই

মন্তব্য করুন: