মহান মে দিবস
নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে জনসমুদ্র

ছবি: শ্রমিক দলের সমাবেশ
মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ চলছে। সমাবেশে ইতোমধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুর সোয়া দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। এর আগেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা রং বেংরয়ের ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। শ্রমিকদের অধিকার সংবলিত নানা ব্যানার ফেস্টুন নেতাকর্মীদের হাতে শোভা পায়। শ্রমিকদের অধিকার আদায় এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবি জানান নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরাও সমাবেশে বক্তব্য রাখবেন। জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এই শ্রমিক সমাবেশ শ্রমজীবী মানুষের মাঝে নিজের অধিকার প্রতিষ্ঠায় গণজোয়ার সৃষ্টি করবে বলে প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের।
বিভি/এমআর
মন্তব্য করুন: