• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই: মাসুদ সাঈদী

প্রকাশিত: ২২:৩৫, ১ মে ২০২৫

ফন্ট সাইজ
আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, শ্রমিকরা দেশের অন্যতম চালিকা শক্তি। কিন্তু নানাভাবেই তারা নিগ্রহ ও বৈষম্যের শিকার। যার ফলে, বেশিরভাগ ক্ষেত্রেই মালিকরা লাভবান হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। শ্রমিকদের একটা মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ দিতে হবে। যেখানে সে প্রতিযোগিতামূলক বাজারে শ্রমের উপযুক্ত মূল্য পাবে। যে মূল্য দিয়ে সে পরিবারের বাকি সদস্যদের নিয়ে শোভন জীবনযাপন করতে পারবে। তাতে যেন খাওয়া-পরার পাশাপাশি শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা থাকে। তাকে কর্মস্থলে নিরাপদ পরিবেশ দিতে হবে। সেখানে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে। তাকে পেশাগত সমস্যা বলার জন্য মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। এই লক্ষ্য পূরণে আমরা সরকারের সঠিক ভূমিকা দেখতে চাই। এ লক্ষ্যে আমরা শ্রমিকবান্ধব আল্লাহভীরু একটি সরকার চাই।

তিনি বলেন, অনেক শিল্প কলকারখানায় শ্রমিকরা এতো কম বেতন পান, যা দিয়ে দিন চলে না। যার ফলে তাদের ওভারটাইম করতে হয়। আবার অনেক জায়গায় ওভারটাইমের টাকাও সঠিকভাবে দেওয়া হয় না। এটি অমানবিক। আমরা শ্রমিকদের এই অমানবিক জীবনের অবসান চাই। 

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মে দিবস উপলক্ষে সকালে আয়েজিত বর্ণ্যাঢ্য র‍্যালী পূর্বক শ্রমিক সমাবেশে পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী এসব কথা বলেন।

শ্রমিক সমাবেশে মাসুদ সাঈদী আরও বলেন, শ্রমিক-মালিক এক হয়ে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টাতেই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও শোষন বৈষম্যহীন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে হবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের পিরোজপুর জেলা শাখার সভাপতি সভাপতি মো. সিদ্দকুল ইসলামের সভাপতিত্বে  এবং আল আমিন শেখের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাসুদ সাঈদী, সাবেক জেলা সভাপতি মোহাম্মদ জহিরুল হক, জেলা উপদেষ্টা আব্দুর রাজ্জাক শেখ, পৌর উপদেষ্টা ইসাহাক আলি খান, পিরোজপুর সদর উপজেলার উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2