• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রবাসীদের বঞ্চিত করে নির্বাচন বৈষম্যের শামিল: হাসনাত

প্রকাশিত: ১৯:৪১, ১ মে ২০২৫

ফন্ট সাইজ
প্রবাসীদের বঞ্চিত করে নির্বাচন বৈষম্যের শামিল: হাসনাত

প্রবাসী শ্রমিকদের বাদ রেখে নির্বাচন দেওয়া আরেকটি বৈষম্যের শামিল বলে মন্তব্য করেছন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) বিকালে রাজধানীর বাংলামটরে এনসিপির শ্রমিক উইংয়ের আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, ‘শ্রমিকদের অধিকারের জায়গা আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। ভোট সংস্কৃতির কারণে শ্রমিকরা সংখ্যায় খাতা কলমে থেকে গেছেন। আমরা চাই, প্রতিটা মানুষ এবং শ্রমিক নাগরিক হয়ে উঠবে। ক্ষমতায় যারাই আসুক তাদের মনে রাখতে হবে শ্রমিকদের অধিকার বুঝিয়ে দেওয়া আপনার কর্তব্য।’

প্রবাসী শ্রমিকদের নিয়ে এনসিপির মুখ্য সংগঠক আরও বলেন, ‘প্রবাসী শ্রমিকদের দেশ কী দিতে পেরেছে? তারা দেশে ফিরে আসার পর পরিবারের বোঝা হয়ে যায়। ক্ষমতা নির্ধারণে যাতে প্রবাসীদেরও ভোটের মূল্যায়ন হয়, সেটা আমরা চাই। তাদের বঞ্চিত করে নির্বাচন আরেকটি বৈষম্যের শামিল।’

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রয়োগের অধিকার দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান হাসনাত আব্দুল্লাহ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2