‘ন্যায়বিচার নিশ্চিত হলে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না’

ছবি: ডা. শফিকুর রহমান
জুলাই-আগস্ট আন্দোলনে ন্যায়বিচার নিশ্চিত হলে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৮ মে) ভোরে রাজধানীর আজিমপুর কবরস্থানে জামায়াতের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিগত দিনে জামায়াতে ইসলামী যেভাবে অত্যাচারের শিকার হয়েছে, অন্য কোনো দলের সঙ্গে তা হয়নি।আওয়ামী সরকারের হেনস্তা, ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলো বলেও অভিযোগ করেন জামায়াতের আমীর।
বিভি/এআই
মন্তব্য করুন: