সবার ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়ন করা হবে: আলী রীয়াজ

ছবি: সংগৃহীত
আগামীতে আর যাতে রাস্তায় নেমে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয় সেই জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার (৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির নেতারা জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের শুরুতে আলী রীয়াজ এ কথা বলেন।
তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে তার ধারাবাহিকতা প্রয়োজন। সবার ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করা হবে। ক্ষমতা যেন কুক্ষিগত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময়, ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সংস্কার মাধ্যমে একটি নতুন বাংলাদেশে বিনির্মাণ করতে চায় ভাসানী জনশক্তি পার্টি। জাতীয় বীরদের সম্মান প্রদর্শনসহ বেশকিছু প্রস্তাব নিয়ে এসেছেন তারা।
বিভি/এসজি
মন্তব্য করুন: