• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘জাতীয় সনদ নিঃসন্দেহে নাগরিকদের অধিকার সুরক্ষিত করতে পারবে’

প্রকাশিত: ১৪:১৫, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
‘জাতীয় সনদ নিঃসন্দেহে নাগরিকদের অধিকার সুরক্ষিত করতে পারবে’

ছবি: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে। 

শনিবার (১০ মে)  রাজধানীর সংসদ ভবনের এলডি হলে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ-এর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন।

ইউপিডিএফ-এর পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে পার্বত্য চট্টগ্রামকে  স্বায়ত্বশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্টার জানায় ইউপিডিএফের নেতারা। বৈঠক শেষে সংগঠনটির নেতারা, দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচনের দাবি জানান।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনা রাজনৈতিক দলসমূহকে দেয়া হয়েছে এবং জাতির সামনে প্রকাশ করা হয়েছে, তার মূল লক্ষ্য হচ্ছে একটি সুনির্দিষ্ট পথ রূপরেখা করা। 

বিভি/এআই

মন্তব্য করুন: