সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার (১০ মে) সন্ধ্যায় এই বৈঠক হবে বলে একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তা জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে।
উল্লেখ্য, শুক্রবার (৯ মে) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: