চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ছবি: চট্টগ্রাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জন্মস্থান চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিজের স্মৃতি বিজড়িত একসময়ের কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন বুধবার (১৪ মে) দুপুরে। সেখানে সম্মান সূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি দেওয়া হবে তাকে। দীর্ঘ প্রায় নয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ৫ম সমাবর্তন। এতে অংশ নিচ্ছেন প্রায় ২৩ হাজার শিক্ষার্থী।
এর আগে বন্দর পরিদর্শন, কালুরঘাট সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে যোগ দেবেন নৌ-পরিবহন, বন্দর কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর সঙ্গে সভায়।
এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে কালুরঘাটে রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকালে তিনি পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন। সেখানে এলাকাবাসী ও আত্মীয়স্বজনের সঙ্গে কুশল বিনিময়ের কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
বিভি/এমআর
মন্তব্য করুন: