• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘রাজনৈতিক দলগুলোকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে’

প্রকাশিত: ১৫:৫৮, ১৫ মে ২০২৫

ফন্ট সাইজ
‘রাজনৈতিক দলগুলোকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে’

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে ড. আলী রীয়াজ বলেন, অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে, পাশাপাশি ভিন্নমত আছে। সেটা অস্বাভাবিক নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা দীর্ঘ সংগ্রামের ফল। জুলাই গণঅভ্যুত্থান মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ করেছে, তেমনি প্রত্যাশাকেও প্রকাশ করেছে। বৈঠকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিরোধের বিষয়গুলো নিরসনের পাশাপাশি জাতির প্রত্যাশা, পরিবর্তনের আকাঙ্খা পূরণ হবে, এমন জাতীয় সনদ তৈরির কথা উল্লেখ করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2