• NEWS PORTAL

  • রবিবার, ২৫ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যা চাইলো এনসিপি

প্রকাশিত: ২৩:০৫, ২৪ মে ২০২৫

আপডেট: ২৩:০৫, ২৪ মে ২০২৫

ফন্ট সাইজ
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যা চাইলো এনসিপি

ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার (২৪ মে) রাতে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে দাবি জানিয়েছে দলটি। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। সে দায়িত্ব সম্পূর্ণ করেই তিনি যেন সিদ্ধান্ত নেন যেকোনো বিষয়ে। নির্ধারিত সময়ের মধ্যে যেন জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। এখনো সব শহীদ পরিবার সঞ্চয়পত্র পায়নি। মাসিক ভাতা দেওয়ার কথা ছিলো সে ভাতার কার্যক্রম শুরু হয়নি। খুব দ্রুত সময়ের মধ্যে যেনো সব প্রতিশ্রুতি নিশ্চিত করা হয় তার দাবি জানিয়েছে এনসিপি।

নাহিদ আরও বলেন, শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করার জন্য বলেছি। সেই সময় শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নির্বাচন করেছিলো। ভোটের অধিকার হরণ করেছি। রাতে ভোট হয়েছে, ডামি প্রার্থীর ভোট হয়েছে। সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে।

শেখ হাসিনার আমলের নির্বাচনগুলোকে আদালতে নিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে আগের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করা দাবি জানিয়েছে এনসিপি।

শনিবার রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যমুনায় যান। এতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা অংশ নেন।

তার আগে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বিভি/এমআর

মন্তব্য করুন: