নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন, সংস্কার ও দৃশ্যমান বিচারের দাবি জামায়াতের

ছবি: ডা. শফিকুর রহমান
প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন ও সংস্কার এবং দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানান ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিলো। প্রধান উপদেষ্টা জাতিকে একটি বার্তা দিতে চেয়েছিলেন কিন্তু তা দেননি। ফলে সমাজে অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে। পুরো পরিস্থিতি প্রধান উপদেষ্টার জন্য কিছুটা কষ্টের ও বিরক্তির ছিলো। দেশ আমাদের সবার, ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো।
জামায়াতের এই নেতা বলেন, জুলাই বিপ্লবে দেশে পরিবর্তন এসেছে কিন্তু এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পরিচয় হলো তারা কোনো পার্টির রাজনীতি করবেন না। এটা হওয়া উচিত কিন্তু এখানেও কিছু ব্যাতিক্রম ঘটেছে। এটিও মাঝেমধ্যে সমাজকে উদ্বিগ্ন করেছে। এই বিপ্লবের অবশ্যম্ভাবী দাবি ছিলো কিছু সংস্কার করা লাগবে এবং অপরাধীদের বিচার হতে হবে। এর মধ্য দিয়ে একটি অর্থবহ নির্বাচন হবে সেই নির্বাচনে যারা অংশ নেবেন তাদের কোনো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। এখানে পেশিশক্তি এবং কালো টাকার প্রভাব থাকবে না এবং মানুষ ভোটের অধিকার নিশ্চিতভাবে পাবে।
আমরা বলেছি, ২টি বিষয় স্পষ্ট করা দরকার একটি হলো নির্বাচন কখন হবে আর আরেকটি হলো নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ করে নির্বাচন না হলে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
সরকারকে নির্বাচনের জন্য কোনো সময়সীমা বেশে দেওয়া হয়নি। জামায়াত অন্য কারোর পদত্যাগ চায়নি বলেও উল্লেখ করেন জামায়াতের আমীর।
বিভি/এআই
মন্তব্য করুন: