• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাবেক এমপি দুর্জয় গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৪৫, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সাবেক এমপি দুর্জয় গ্রেফতার

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার লালমাটিয়া এলাকায় নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে তোলা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে শুধু সহিংসতা নয়, রয়েছে দুর্নীতি ও আর্থিক অনিয়মের একাধিক অভিযোগও। দুর্নীতির অভিযোগে চলতি বছরের ২১ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত দুর্জয়ের মালিকানাধীন লালমাটিয়ার একটি ফ্ল্যাট (২,৫২৩ বর্গফুট), জমি এবং তিনটি বিলাসবহুল গাড়ি জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে দুর্জয়ের নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, দুর্জয়ের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং নতুন তথ্য সংগ্রহে কাজ করছে তারা। তার গ্রেফতারের মাধ্যমে চলমান মামলাগুলোতে গতি আসবে বলে আশা করছে তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ২০০৮ সালে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2