• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের নবম দিনের বৈঠক আজ

প্রকাশিত: ১১:২৯, ৩ জুলাই ২০২৫

আপডেট: ১১:৫৮, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের নবম দিনের বৈঠক আজ

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের নবম দিনের বৈঠক হচ্ছে আজ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয় ।

নতুন কোনো বিষয় রাখা হয়নি আজকের আলোচনায়। আগের যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলোই আলোচনা হবে। ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে চায় কমিশন।

এর আগে, ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, জুলাই মাসের মধ্যেই কমিশন একটি সনদে পৌঁছাতে চায়। তবে, সেটা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বে বিষয়ভিত্তিক আলোচনা করছে ঐকমত্য কমিশন। এই পর্বে মৌলিক সংস্কারের ২০টির মতো প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত মাত্র দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে। আর কিছু ক্ষেত্রে আংশিক ঐকমত্য হয়েছে। তবে কোনো বিষয় এখনও আলোচনার টেবিল থেকে বাদ দেওয়া হয়নি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2