‘দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়টি মহামারির মতো চলছে’

ফাইল ছবি
নারী, শিশু ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়টি দীর্ঘদিন ধরেই মহামারির মতো চলছে। এর কারণ রাজনীতি, মাদক, মোবাইল ও পর্ণোগ্রাফি। বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, কিছু ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান চোখের আড়ালে থাকে। সেখানে শিশুরা নানাভাবে যৌন নির্যাতনের শিকার হয়। ফলে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি। এসব বন্ধ করতে সরকারের নতুন আইন করার চিন্তা রয়েছে বলেও জানান তিনি।
উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতনের ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি অভিযোগ জমা হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের এতো অভিযোগ সমাধানের সক্ষমতা নেই। তবে জনগুরুত্বপূর্ণ অভিযোগের দ্রুত সমাধানের চেষ্টা চলছে। মুরাদনগরের ধর্ষনের ঘটনায় ইউএনওকে প্রধান করে কুইক রেসপন্স টিম কাজ শুরু করেছে বলেও জানান সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা।
বিভি/এসজি
মন্তব্য করুন: