মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন নয়, হুঁশিয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মৌলিক সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, ছাত্র-জনতা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই জুলাই মাসে গণঅভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি রিফাত রশীদ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দলের কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৪ জুলাই) সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
অভিযোগ করে তিনি বলেন, অভ্যুত্থানের এক বছর পরে এখনও ময়নাতদন্ত করে গণকবরের লাশগুলোকে পরিবারের হাতে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে সরকার।
বর্তমানে পুলিশ শেখ হাসিনার সময়কার পুলিশের মতো আচারণ করছে বলেও অভিযোগ করেন এই ছাত্র-নেতা ।
বিভি/টিটি
মন্তব্য করুন: