• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাংবাদিকতা দীর্ঘদিন সরকার নিয়ন্ত্রিত ছিল: প্রেস সচিব 

প্রকাশিত: ১৪:৫৪, ৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সাংবাদিকতা দীর্ঘদিন সরকার নিয়ন্ত্রিত ছিল: প্রেস সচিব 

ফাইল ছবি

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেস্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৫ জুলাই) রাজধানীতে ‘গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ বিষয়ক এক সেমিনারে তিনি একথা জানান।   

প্রেস সচিব বলেন, সাংবাদিকতা দীর্ঘদিন সরকার নিয়ন্ত্রিত ছিলো। সেটা দূর করে মুক্ত ও ভয়ডরহীন সাংবাদিকতার পরিবেশ গড়তে চাইছে সরকার। তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে যে আইন করা হয়েছে তা প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করেনা। 

শফিকুল আলম বলেন, সাংবাদিকতার কারণে কোনো সিক্রেট এজেন্সির হুমকি ও গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সরকারের লক্ষ্য। মিডিয়া হাউজগুলোর নিজস্ব নীতিমালা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। জানান, গত ১৫ বছরে সাংবাদকিদের গুম ও  হুমকির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।   

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2