ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ পরিবারের সদস্যদের সাথে এনসিপি নেতাদের মতবিনিময়

ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা কর্মসূচির আগে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন এনসিপি নেতারা।
সকাল (২৪ জুলাই) ১০টায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের সাথে সার্কিট হাউজে সাক্ষাত করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের স্বজনারা।
সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের খোঁজ খবর নেন। পরে কাউতলী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করেন । পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চ চত্বরে গিয়ে সমাবেশে যোগ দেয়।
এরপর পদযাত্রার গাড়ি বহর হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়।
বিভি/এআই
মন্তব্য করুন: