অতি দ্রুত জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত: আলী রীয়াজ

ছবি: ঐকমত্য কমিশনের বৈঠকে ড. আলী রীয়াজ
জুলাই সনদের চূড়ান্ত খসড়া অতি দ্রুত রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে তা স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিফলন ঘটিয়েই জুলাই সনদ তৈরি করা হবে। তাই রাজনৈতিক দলগুলো এতে সাক্ষর করবে। ইতিমধ্যে ১৩টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যে সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের, ঐকমত্য কমিশন সেখানে অনুঘটকের কাজ করবে।
এই বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের আলোচনার সমাপ্তি করতে চায় ঐকমত্য কমিশন। শেষ বৈঠকে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগর বিধান, উচ্চ কক্ষ, রাষ্ট্রপতি নির্বাচন, মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনার কথা রয়েছে।
বিভি/এমআর
মন্তব্য করুন: