• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সারাদেশে ১৬ কোটি টাকায় ৩ টি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে বাফুফে

প্রকাশিত: ১৪:০৭, ৩১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সারাদেশে ১৬ কোটি টাকায় ৩ টি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে বাফুফে

ছবি: সংগৃহীত

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সারাদেশে তিনটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিনটি টুর্নামেন্ট মিলিয়ে বাফুফের বাজেট প্রায় ১৬ কোটি টাকা।

জাতীয় ক্রীড়া পরিষদের সূত্র মতে, এর মধ্যে পর্যায়ক্রমে ১০ কোটি টাকা দেবে সরকার। বাকি অর্থ বাফুফে স্পন্সরদের কাছ থেকে সংগ্রহ করবে। মাঠ সংস্কার, দলগুলোর অংশগ্রহণ ফি, পুরস্কারসহ নানা খাতে এ অর্থ ব্যয় হবে।

এই প্রকল্পের আওতায় আয়োজন করা হবে আন্তজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল টুর্নামেন্ট, ছেলেদের অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট এবং মেয়েদের অনূর্ধ্ব-১৫ ফুটবল। সবচেয়ে বড় আয়োজন আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে দেশের ৬৪টি জেলা। প্রতিটি জেলা খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে।

জানা গেছে, বয়সের কোনো বাধ্যবাধকতা থাকবে না আন্তজেলা ফুটবল টুর্নামেন্টে। ২৫ থেকে ২৯ আগস্টের মধ্যে টুর্নামেন্টটি শুরুর পরিকল্পনা করছে বাফুফে। প্রায় চার মাসের এই মেগা টুর্নামেন্টের ফাইনাল হবে রাজধানী ঢাকায়।

বিভি/এআই

মন্তব্য করুন: