২ আগস্ট: দ্রোহের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা

গত বছরের ২ আগস্ট শহীদ মিনারে পালিত হয় শিক্ষক ও নাগরিক সমাজের 'দ্রোহযাত্রা' কর্মসূচি। হাজারো মানুষের যাত্রায়, দ্রোহের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ। সেদিনেই পরিষ্কার হয়ে যায়, এক মাসের আন্দোলনের পথ ধরে বিজয় সময়ের ব্যাপার মাত্র। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ২৮ জেলায় জুমার নামাজের পর 'প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল' কর্মসূচি পালিত হয়। শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইউনিসেফ।
জুলাই জুড়ে চলা নির্মমতা অব্যাহত থাকে আগস্টেও। মৃত্যুকে পরোয়া না করে ২ আগস্টও প্রতিবাদ বিক্ষোভ-অব্যাহত থাকে। বন্ধু, শিক্ষার্থী কিংবা সহযাত্রীর মৃত্যুর বিচারের দাবিতে হাজারো মানুষের দ্রোহযাত্রা হয় রাজধানীতে। বৃষ্টি উপেক্ষা করেই প্রেসক্লাব থেকে শুরু হওয়া দ্রোহের যাত্রা শেষ হয় শহীদ মিনারে। শ্লোগানে শ্লোগানে মানুষ জানিয়ে দেয় জয় না নিয়ে ঘরে ফিরবেন না তারা। সরকারকে দেওয়া হয় ৪৮ ঘণ্টার আলটিমেটাম। শনিবার গণমিছিলের পর রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয় সরকারকে।
শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরাও। রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন।
তবে, উল্টো প্রতিবাদ দমাতে হামলা অব্যাহত রাখে আওয়ামী লীগের পেটোয়া ও আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আরো দুজনের মৃত্যু হয়। বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে ছাত্র-জনতার বিক্ষোভ-মিছিল হয় দেশের বিভিন্ন জায়গায়।
দমন-নিপীড়ন বন্ধ করে ও সহিংসতায় হতাহতের ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে প্রতিটি হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের মিথ্যা আশ্বাস দেন ওবায়দুল কাদের। কারো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত না হয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান জানানো হয়।
এদিন সাত ঘণ্টার জন্য আবারো ফেসবুক বন্ধ করে দেওয়া হয়। ডিবি হেফাজতে থাকা ছয় সংগঠক জানান, ডিবি অফিস থেকে আন্দোলন প্রত্যাহারারে বিবৃতি স্বেচ্ছায় দেননি তারা। সাফ জানিয়ে দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। প্রায় ৩২ ঘণ্টারও বেশি সময় অনশনের পরে ডিবি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙে ছয় সমন্বয়ক।
হামলার পাশাপাশি এক মাসেরও বেশি সময় ধরে চলে মিথ্যা মামলার নামে হয়রানি ও বাণিজ্য। এদিন গ্রেফতার ৭৮ এইচএসসি পরীক্ষার্থী সারাদেশের বিভিন্ন আদালত থেকে জামিন পান।
ইউনিসেফ, জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের সময় কমপক্ষে ৩২ শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটির পক্ষ থেকে শিশুরা যেন আবারো স্কুলে ফিরে আসে তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি লিখেন দেশটির ২২ আইনপ্রণেতা।বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয় চিঠিতে।
সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহতের দায়ভার নিয়ে এদিন প্রকাশ্যে ক্ষমা চান জুনাইদ আহমেদ পলক। অথচ রাজপথে হামলা, হত্যার মহোৎসব বন্ধের কোন উদ্যোগই নেয়নি সরকার।
ছাত্র-তরুণের রক্তের ওপর দাঁড়িয়ে তখন নতুন সূর্যোদয়ের অপেক্ষায় বাংলাদেশ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: