• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৪ আগস্ট: ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট ঘোষণা

জিয়া খান 

প্রকাশিত: ০৮:৩৮, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ০৮:৪০, ৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
৪ আগস্ট: ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট ঘোষণা

ছবি: সংগৃহীত

২০২৪ সালের চার আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে মঙ্গলবারের পরিবর্তে সোমবার ৫ আগষ্ট ঘোষণা করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। আন্দোলনে ১ দফার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলো বিএনপি। সেদিন রাজধানীসহ সারাদেশ ছাত্র-জনতার বিক্ষোভ রণক্ষেত্রে রূপ নিয়েছিলো। সংঘর্ষে নিহত হয়েছিলো শতাধিক। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচী বাস্তবায়নে চব্বিশের ৪ আগষ্ট সকাল থেকে রাজধানীর চিত্র ছিলো ভয়াবহ। শাহবাগে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ছাত্র-জনতার সাথে। মোটর সাইকেল ও বাসে দেওয়া হয় আগুন।

সেদিন মার্চ টু ঢাকা কর্মসুচী একদিন এগিয়ে আনার ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। শেখ হাসিনার পতনের এক দফার সাথে একাত্মতা পোষণ করে বিএনপি।

এরপরই রণক্ষেত্রে পরিণত হয় পুরো রাজধানী। কারওয়াবাজার, বাংলামটর, মিরপুর, উত্তরা, আফতাবনগরসহ পুরো রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। পুলিশের উপস্থিতেই ছাত্র-জনতার ওপর হামলা করে ছাত্রলীগ।

সংঘর্ষ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। ব্রাক্ষণবাড়িয়ায় গুলিবিদ্ধসহ্ আহত হয় শতাধিক। আগুন দেওয়া হয় যানবাহনে। সিরাজগঞ্জ, সিলেট, মাগুরা, মুন্সিগঞ্জ, খুলনা, ও চট্রগ্রামে সংঘর্ষ রূপ নেয় ধবংসলীলায়। রংপুর, ফরিদপুর, চাঁদপুর, লালমনিরহাট, নরসিংদি, টাঙ্গাইল, জয়পুরহাট,সাভার-আশুলিয়া, নীলফামারী, মুনামগঞ্জ ও যশোরে মোড়ে মোড়ে চলে ভাংচুর, অগ্নিসংযোগ ও গুলির ঘটনা।

আন্দোলনকারি শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। নির্বাহী আদেশে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে, আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের চলমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আবারও অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।

এদিকে, জাতিসংঘের উদ্যেগে সর্ম্পূর্ণ স্বাধীন একটি কমিশনের মাধ্যমে চলমান সহিংসতা ও প্রাণহানির তদন্ত দাবি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
 

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2