• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত

প্রকাশিত: ১৬:১৭, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৫৯, ৩০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে পরিচালিত একটি জনমত জরিপের তথ্য অনুযায়ী, বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। 

এই আসনের শতকরা ৫৩ ভাগেরও বেশি মনে করেন, বিএনপি বিজয়ী হবেন। ২২ ভাগ মনে করেন জামায়াত এবং ৩.৫ ভাগ মনে করেন এনসিপি বিজয়ী হবেন। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শাহজাহান মিয়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে পছন্দের প্রার্থী। তিনি সকল ইউনিয়নেই বিএনপির অন্যান্য প্রার্থী হতে যারা ইচ্ছুক এবং জামায়াতের সম্ভাব্য প্রার্থীর চাইতে বড় ব্যবধানে জনপ্রিয়তার হিসেবে এগিয়ে রয়েছেন।

এ বছরের জুন মাসে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ২,১৩৯ জন বৈধ ভোটার সরাসরি মাঠ পর্যায়ে পরিচালিত এই জরিপে অংশ নেন। ৫৮% পুরুষ ও ৪২% নারী জরিপটিতে অংশ নেন। সর্বাধিক সংখ্যক বয়স শ্রেণি ছিল ২৬–৩৫ বছর। জরিপে অংশ নেওয়াদের মধ্যে ২৩% এর বয়স ছিল ১৮ থেকে ২৫ বছর। এই জরিপটি পরিচালনা করেছে Gono Bhabna নামের একটি অস্ট্রেলিয়া ও জার্মানিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান। সম্প্রতি সংস্থাটির ওয়েবসাইটে জরিপের ফলাফল প্রকাশ করা হয় (দেখুন: https://gono-bhabna.org/chapai)।

বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা বিএনপি সমর্থক হিসেবে নিজেদের চিহ্নিত করেছেন, তাদের মধ্যে বিএনপি প্রার্থী হতে ইচ্ছুকদের জনপ্রিয়তা যাচাই করা হয়। শতকরা ৯০ ভাগ শাহজাহান মিয়া, ২ ভাগ আশরাফুল, ২ ভাগ শাহীন শওকত, ১ ভাগ সাদিকুল এবং ১ ভাগেরও কম সমর্থন পান বেলাল ও বাকিরা।

সব দলের সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে পছন্দের প্রার্থী হিসেবেও এগিয়ে রয়েছেন শাহজাহান মিয়া (৩৪.৯%)। তাঁর পরেই রয়েছেন জামায়াতের কেরামত (১৭%)। তবে শতকরা ৪৪ ভাগ মানুষ তাদের সিদ্ধান্ত জানাননি।

জামায়াতের সমর্থকদের মধ্যে চালানো জরিপে ৪১.৯ ভাগ কেরামতের প্রতি সমর্থন জানিয়েছেন, তবে ৫৩.৬% তাদের সিদ্ধান্ত জানাতে চাননি।

জরিপকারী সংস্থাটি ১৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় এই জরিপ পরিচালনা করে। এর প্রতিটিতেই বিএনপি জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে।

দল হিসেবে নারী ভোটারদের কাছে জামায়াত জনপ্রিয়। তবে প্রার্থী হিসেবে শাহজাহান মিয়া, জামায়াত প্রার্থী কেরামতের চেয়ে নারী ভোটারদের বেশি পছন্দের।

প্রায় ৩৮% ভোটার মনে করেন, আওয়ামী লীগের ভোটাররা বিএনপি/শাহজাহান মিয়ার দিকে ঝুঁকতে পারেন।

ভোটারদের প্রধান চাহিদা: অবকাঠামোগত উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ।

৭২% ভোটার জানিয়েছেন, তারা কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মতামত অনুসরণ করেন না।

জরিপটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: https://gono-bhabna.org/chapai

বিভি/এআই

মন্তব্য করুন: