বঙ্গোপসাগর থেকে আরও দুই জেলের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৪

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজের তিনদিন পর আরও দুইজনের লাশ উদ্ধার হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকালে আনোয়ারা উপকূল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে নৌ পুলিশ। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৮ জেলের মধ্যে ৪ জেলের মরদেহ উদ্ধার হলো।
এর আগে শনিবার বিকেলে নগরীর পতেঙ্গা থানার কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করেছিলো নৌ পুলিশ।
গত বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলী নদীর ফিশারিঘাট থেকে মাছ ধরতে যাওয়া ‘এফবি অনিকা’ নামের ট্রলারটি বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। ট্রলারটিতে ১৯ জন জেলে ছিলেন। এর মধ্যে ১১ জনকে কাছাকাছি থাকা অন্য একটি ট্রলার উদ্ধার করে। বাকি ৮ জন নিখোঁজ হন। ঘটনার পর শুক্রবার সকালে ট্রলারের মালিকপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে জানালে তারা সাগরে তল্লাশি শুরু করে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: