৩ দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ (১১ আগস্ট) দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা।
এই সফরে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সাথে যুক্ত হবেন, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিডার চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
বৈঠকে সমঝোতা স্মারকে গুরুত্ব পাবে- প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মেমোসের মধ্যে সমঝোতা সইসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়।
বিভি/এআই
মন্তব্য করুন: