• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পর্যটনকেন্দ্র-নদীসহ বিভিন্ন স্থানে অভিযান, ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার

প্রকাশিত: ১১:০৮, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ১১:০৮, ১৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
পর্যটনকেন্দ্র-নদীসহ বিভিন্ন স্থানে অভিযান, ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার

সিলেটে পর্যটনকেন্দ্রসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে সাদা পাথর উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এদিকে, পাথর লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকারীরা জানায়, শনিবার সদর উপজেলার ধোপাগুল ও মহালদিক গ্রামের অন্তত ২৫টি বাড়ি ও মিল থেকে উদ্ধার করা হয় দুই লাখ ৩০ হাজার ঘনফুট পাথর।

এছাড়াও কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট থেকে উদ্ধার করা হয় আরো ২০ হাজার ঘনফুট সাদা পাথর। অভিযান এড়াতে কোনো কোনো জায়গায় মাটির নিচে লুকিয়ে রাখা হয় এসব পাথর।

গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় চার লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। লুটপাটের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অভিযানকারীরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2