জুলাই সনদের খসড়া নিয়ে মতামত জানালো বিএনপিসহ ২৩ দল

জুলাই সনদের সমন্বিত খসড়া নিয়ে মতামত দিয়েছে বিএনপিসহ ২৩টি দল। দলগুলো লিখিতভাবে তাদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঐকমত্য কমিশনের জনসংযোগ দপ্তর এসব তথ্য জানিয়েছে। এসব দলের মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদসহ বড় ও ছোট নানা দল রয়েছে।
তবে, জামায়াতের মতামত দেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত মতামত জমা দিয়েছে বলা হলেও প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, শনিবার কমিশনে মতামত জমা দেবে তার দল।
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠিত ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাবের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ’ নামে দলিল তৈরির কাজ চলছে।
গত ২৯ জুলাই রাজনৈতিক দলগুলোকে এই সনদের প্রথম খসড়া দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এরপর দলগুলোর মতামতের ভিত্তিতে তৈরি করা হয় ‘সমন্বিত খসড়া’, যা গত শনিবার দলগুলোর কাছে পাঠানো হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: