‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান’

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, বাণিজ্যের বৈচিত্রকরণ ও ব্যবসার সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা চেষ্টা করছে সরকার।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাণিজ্য উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় চামড়া ও চিনি শিল্প ,গার্মেন্টস শিল্প, কৃষি ও খাদ্য পণ্য, ফল আমদানি ও রফতানি নিয়ে আলোচনা করা হয় ।
অন্যদিকে, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। এ বছরের শেষে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হলে দেশ দুটির মধ্যে আমদামি -রফতানি বাণিজ্যে নতুন দুয়ার উন্মোচিত হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: