• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা নেই: সিইসি

পরিতোষ চৌধুরী আদিত্য, রাজশাহী

প্রকাশিত: ১৩:৫৬, ২৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করবেন তিনি। এছাড়া, যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন কোনদিনও পূরণ হবে না বলেও জানান সিইসি। সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

শনিবার (২৩ আগস্ট) রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতিবিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এসময় তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে তিনি পদত্যাগ করবেন। 

সিইসি বলেন, ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না।

কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ জাতীয় বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয়। 

পরে প্রধান নির্বাচন কমিশনার রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন বিষয়ে নানা দিকনির্দেশনা দেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2