অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন শুল্ক ছিল সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটাতে সরকার সফল হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে এক সেমিনারে প্রেস সচিব জানান, শুল্ক যতটুকু কমিয়ে মার্কিন বাজারে যাওয়া যায় সেটি ছিল সরকারের বড় পরিকল্পনা। অনেকে বলেছিলেন, এটা দুর্বল সরকার। ট্যারিফ কমাতে পারবে না। এটা নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। অনেকে বলতে চেয়েছেন এই সরকারের অবস্থান নেই, দুর্বল। কিন্তু, সেটি সঠিক হয়নি। মার্কিন বাজারের পাশাপাশি অন্যান্য বাজারেরও হিসাব কষতে হয়েছে।
শুল্ক আরো কমিয়ে আনার চেষ্টা চলমান থাকবেও বলে জানান প্রেস সচিব।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: