সারাদেশের ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে সাড়ে ৬ লাখ আনসার সদস্য

ছবি: সংগৃহীত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সারাদেশের ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে। এ লক্ষ্যে নতুন করে ১ লাখ ৮০ হাজার আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের আনসার একাডেমিতে অনুষ্ঠিত সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ–২০২৫ (৫ম ধাপ)–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, একাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাপরিচালক বলেন, নির্বাচনের সময় প্রতিটি ভোটকেন্দ্রে আনসার সদস্যদের সঙ্গে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। নাশকতার চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আনসার সদস্যদের সততা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বাহিনীকে আরও শক্তিশালী করতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণে যারা সফলভাবে টিকে থাকবেন তারাই আনসার বাহিনীতে সেবা দেয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: