• NEWS PORTAL

  • রবিবার, ২৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর 

প্রকাশিত: ১৩:৫৯, ২৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর 

ছবি: সংগৃহীত

এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে বিদেশে পড়াশোনা বা কাজের জন্য শিক্ষাগত সনদ যাচাই ও অ্যাপোস্টিল করতে পারবে। এ সংক্রান্ত একটি ডিজিটাল সিস্টেম চালু করেছে সরকার। শনিবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেস উইংয়ের এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

পোস্টে বলা হয়, বিদেশে পড়াশোনা বা কাজের জন্য শিক্ষাগত সনদ যাচাই করা সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া ছিল। এতে দূতাবাস ও বিদেশি কর্তৃপক্ষের কাছে একাধিকবার যেতে হতো, যা অনেকের জন্য চাপ, বিলম্ব ও অতিরিক্ত খরচের কারণ হতো। বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির জন্য সব সনদ অনলাইনে যাচাই করা গেলে বছরে অন্তত ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে।

পোস্টে আরও বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পাবলিক ডকুমেন্ট যাচাইয়ের জন্য অ্যাপোস্টিল সনদ দেবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও নাগরিকরা অনলাইনে নিজেদের শিক্ষাগত সনদ ডিজিটালি যাচাই করাতে পারবেন। এতে দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, সময় বাঁচবে, খরচ কমবে, জালিয়াতি রোধ হবে এবং এসব সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।

এতে আরও উল্লেখ করা হয়, দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে শারীরিকভাবে যাওয়ার প্রয়োজন হবে না, ফলে সময় ও শ্রম বাঁচবে; ম্যানুয়াল সত্যায়ন ও যাচাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ফি কমে যাবে; ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে জাল সনদ ও প্রতারণা কমবে। এ ছাড়া সামগ্রিকভাবে বিদেশে পড়াশোনা, চাকরি ও অভিবাসনের জন্য যাচাই প্রক্রিয়া সহজ হবে।

কেন এটি গুরুত্বপূর্ণ-এ প্রসঙ্গে বলা হয়, এই ডিজিটাল সিস্টেম ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ কাগজপত্রের প্রক্রিয়া দূর করে শিক্ষার্থী ও কর্মীদের দ্রুত ও সাশ্রয়ীভাবে তাদের ডকুমেন্ট যাচাই করাতে সাহায্য করবে, যা বৈশ্বিক সুযোগ পেতে সহায়ক হবে। এতে জাল সনদ রোধ হবে এবং পুরো প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়বে, তরুণদের স্বপ্নপূরণের পথে এটি সহায়ক হবে।

উল্লেখ্য, অ্যাপোস্টিল হলো একটি সরকার কর্তৃক জারি করা প্রামাণ্য স্ট্যাম্প বা সনদ, যা কোনো নথিপত্রের সত্যতা নিশ্চিত করে। এটি একটি আন্তর্জাতিক সিস্টেম। এ প্রক্রিয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নথিপত্র বিদেশে ব্যবহার করতে চায়। একজন বাংলাদেশি নাগরিক যদি বিদেশে পড়াশোনা, চাকরি বা অভিবাসনের জন্য তাঁর শিক্ষাগত সনদ, জন্মসনদ বা বিবাহ সনদ ব্যবহার করতে চান, তবে সেই নথি অ্যাপোস্টিল করা প্রয়োজন হতে পারে।

বিভি/এসজি

মন্তব্য করুন: