সীমানা পুননির্ধারণে ইসিতে দ্বিতীয় দিনের শুনানি শুরু

ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী ২০টি আসনের খসড়া সীমানার দাবি-আপত্তির উপর শুনানি হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত আছেন।
এদিন ২০টি আসনের সীমানা নির্ধারণের দাবি-আপত্তি নিয়ে শুনানি হবে।
দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের ৭টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হবে।
এর আগে সীমানার খসড়া গেজেটের পক্ষে-বিপক্ষে দাবি-আপত্তির শুনানির পর আপিলকারীরা সাংবাদিকদের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন।
বাগেরহাটে পূর্বের সংখ্যায় আসন ফিরিয়ে না দিলে উচ্চ আদালতের দারস্থ হবেন আপিলকারীরা বলেও জানান।
বিকালে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ১৩টি আসনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের সামনে বিভিন্ন সংসদীয় আসনের জনসাধারণ তাদের দাবি জানিয়ে প্ল্যাকার্ড, ব্যানার হাতে মানবন্ধন করছেন।
এর আগে ২৪ আগস্ট থেকে এ বিষয়ে শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন শুনানি চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
বিভি/এআই
মন্তব্য করুন: