‘বাগেরহাটে নির্বাচনী আসন কমানো বর্তমান নির্বাচন কমিশনের জনবিরোধী সিদ্ধান্ত’

ছবি: সংগৃহীত
বাগেরহাটের একটি নির্বাচনী আসন কমানো বর্তমান নির্বাচন কমিশনের জনবিরোধী সিদ্ধান্ত। খসড়া সীমানা নিয়ে ইসির শুনানিতে এমন মন্তব্য করেছেন বাগেরহাটের বাসিন্দা আইনজীবী ওয়াহিদুজ্জামান দিপু। সোমবার (২৫ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাসমূহের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রমে তিনি এ মন্তব্য করেন।
সকাল ১০ টায় শুরু হওয়া শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুনানিতে বলা হয়, দেশ স্বাধীনের পর থেকে চারটি আসন ছিলো বাগেরহাটে, তাই ইসির এমন সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। প্রয়োজনে হাইকোর্টে রিট পিটিশন দাখিলের কথা জানান তারা। শুনানির দ্বিতীয় দিনে সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির ২০ আসন নিয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। শুনানি চলবে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত। এই চারদিন দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।
বিভি/এসজি
মন্তব্য করুন: