নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল (বৃহস্পতিবার) আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে নির্বাচন সচিবালয়ে, সংসদীয় সীমানা পুর্ননির্ধারন শুনানির বিরতিতে কমিশনের এক সভায় নির্বাচনের রোডম্যাপের অনুমোদন করে ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, অনুমোদন হয়েছে রোডম্যাপ এবং তা টাইপিংয়েরও কাজ চলমান। তিনি আরও জানান, বিকালে ব্রিফিং করবেন তিনি। সেখানে এ সংক্রান্ত বিস্তারিত জানাবেন।
উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করেছে ইসি। ডিসেম্বরে ঘোষণা হতে পারে নির্বাচনী তফসিল। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোর পুর্ননির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানির চতুর্থ দিনের কার্যক্রম চলছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: