‘দুর্নীতিমুক্ত দেশ গড়তে ক্যাশলেস অর্থনীতির কোনো বিকল্প নেই’

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দুর্নীতিমুক্ত দেশ গড়তে ক্যাশলেস অর্থনীতির কোনো বিকল্প নেই।
বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে ক্যাশলেস বাংলাদেশ সামিটের আলোচনায় এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, নগদবিহীন অর্থনীতি পুরো চালু হলে কর ফাঁকি বন্ধের পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানান, দেশের ৯৫ শতাংশ মানুষ এখনো নগদ লেনদেনে নির্ভরশীল। তবে, নগদহীন অর্থনীতি যেন আয়হীন অর্থনীতিতে পরিণত না হয় তা নিশ্চিতের তাগিদ দেন ড. দেবপ্রিয়।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন ক্যাশলেস সমাজ গড়তে নিম্ন আয়ের মানুষের মোবাইল ফোনের শুল্ক কমানোর সুপারিশ করেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: