• NEWS PORTAL

  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

দলীয় আনুগত্য নয়, দায়িত্ব ঠিকভাবে পালন করতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

প্রকাশিত: ১৪:৫৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দলীয় আনুগত্য নয়, দায়িত্ব ঠিকভাবে পালন করতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলের অনুগত না হয়ে, নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদেরকে চৌদ্দ-আঠারো-চব্বিশের নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলতেও বলেছেন। আইজিপি বাহারুল আলম বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন পুলিশের জন্য অগ্নিপরীক্ষা।  

পুলিশের নির্বাচনি দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি রাজারবাগ পুলিশ লাইনসে।  উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো দলের হয়ে কাজ না করতে পুলিশকে কড়া নির্দেশনা তার। 

উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন করতে হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশের বদলির কথাও বলেন তিনি। 

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে-দৃঢ়তা আইজিপি বাহারুল আলমের।

ফ্যাসিস্টরা সরাসরি সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। দূর্গাপূজার সময়ও অঘটন ঘটাতে পারে তারা। এমন শঙ্কাও করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিভি/এসজি

মন্তব্য করুন: