• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

উমামা ফাতেমার ফেসবুক আইডি গায়েবের চেষ্টা

প্রকাশিত: ১৫:৩২, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
উমামা ফাতেমার ফেসবুক আইডি গায়েবের চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী উমামা ফাতেমার ফেসবুক আইডি গায়েব করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে উমামা ফাতেমা নিজেই বিষয়টি জানিয়েছেন। 

পোস্টে উমামা লেখেন, ‘কাল রাত থেকে আমার আইডিতে প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে। অনেক প্রার্থীর আইডি অলরেডি গায়েব করে দেওয়া হয়েছে।

হল সংসদ কিংবা সেন্ট্রাল, যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে তাদেরকে এভাবে রিপোর্ট মারা হচ্ছে। ডাকসুর শুরু থেকেই আমার আইডিতে রিপোর্ট মেরে রিচ কমিয়ে দেওয়া হয়েছে। এখন আইডিটাও গায়েব করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’


 
তিনি আরো লেখেন, ‘এসব কারা করছেন ও কেন করছেন তা আমরা সবাই জানি।

আপনারা নেতৃত্বে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কেমন নিরাপদ থাকবে, ভিন্নমতের মানুষেরা কীভাবে মত প্রকাশ করবে তা আগে থেকেই বোঝা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন। এভাবে নোংরামি করে আর যায় হোক ভোটে জেতা যাবে না।’
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2