• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

এক বছরে একটাও গুমের ঘটনা ঘটেনি: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ২০:৪৯, ৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এক বছরে একটাও গুমের ঘটনা ঘটেনি: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, আমরা এমন একটি সংবিধানের স্বপ্ন দেখি যে সংবিধানে আর কোনো মা-বোনকে স্বামী-সন্তানের জন্য রাতে অপেক্ষা করতে না হয়। কোনো মা-বোনকে যেন তাহাজ্জুদে বসে কাঁদতে না হয়। আর কোনো কার্টুনিস্টকে জেলে মরতে না হয়। আপনারা গর্বের সঙ্গে বলতে পারবেন এক বছরে একটাও গুম হয়নি।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর রাজশাহী পর্বের চূড়ান্ত রাউন্ডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, গুম-খুনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে ব্যক্তির পরিচয় নয়, বরং অপরাধকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। শুধু ব্যক্তি হিসেবে কাউকে টার্গেট করা হবে না; অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট যেই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ বিচারিক প্রক্রিয়া চালানো হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪-এর ঘটনাবলিকে তুলনা করার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন- ৭১-এর ধারাবাহিকতায় ২৪ এসেছে, তাই অযথা বিতর্ক সৃষ্টি না করে বাস্তবতাকে মেনে নিতে হবে।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনে করেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য গুম-খুনের মতো অপরাধের বিচারকে আরও কঠোর ও স্বচ্ছ হতে হবে।

তিনি আরও বলেন, আমি জুলাই চেতনাকে ধারণ করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। জুলাই গণঅভ্যুত্থানে ১৫ শতাধিক মানুষ শহীদ হয়েছে, ৩০ হাজারেরও বেশি মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছে এবং গত ১৭ বছরে ৫ হাজারেরও বেশি মানুষ নির্বিচারে শহীদ হয়েছে। ৬০ লাখ মানুষ বিনাদোষে রাজনৈতিক মামলার স্বীকার হয়েছে যার ৯৯ শতাংশ মামলার বাদী ছিল পুলিশ।

বিভি/টিটি

মন্তব্য করুন: