• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

আরও ৬ স্থাপনা ও প্রকল্প থেকে বাদ হলো হাসিনা পরিবারের নাম

প্রকাশিত: ২৩:৩০, ৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আরও ৬ স্থাপনা ও প্রকল্প থেকে বাদ হলো হাসিনা পরিবারের নাম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও ছয়টি প্রতিষ্ঠান, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তনের কথা তুলে ধরা হয়েছে।

সেগুলো হলো-
১. ঢাকার কুড়িল লিংক রোডের শেখ হাসিনা সরণির নতুন নাম রাখা হয়েছে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’। 
২. চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভারের নাম হয়েছে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’। 
৩. রাজশাহীর বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘আরডিএ কমপ্লেক্স’। 
৪. শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্কের নাম রাখা হয়েছে ‘আরডিএ পার্ক’।
৫. ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) এর নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’ 
৬. চট্টগ্রামের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়কের নাম হয়েছে ‘প্রফেসর ড. আবদুল করিম সড়ক’।

গত ২৬ জুন প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিজ্ঞপ্তিতে বলে, আগের সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে রাখা হয়। এর মধ্যে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও গবেষণাকেন্দ্রও রয়েছে।

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের নামে থাকা অধিকাংশ অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার।

বাকিগুলোরও নাম পরিবর্তনের কাজ চলার কথা জুনে জানিয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: