• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দল ও সাংবাদিকদের দেশে প্রত্যাবর্তন

প্রকাশিত: ২২:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দল ও সাংবাদিকদের দেশে প্রত্যাবর্তন

নেপালে রাজনৈতিক সংকটের কারণে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকরা অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালে গিয়ে স্বাগতিক দলের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেয়। কিন্তু, ৯ সেপ্টেম্বর নেপালে রাজনৈতিক অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দলটি কাঠমান্ডুতে অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগের কাছে দলের নিরাপদ প্রত্যাবর্তনের আবেদন জানায়।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি উদ্ধার অভিযানে অংশ নেয়। বৃহস্পতিবার সকাল ১১টা ৫৩ মিনিটে বিমানটি ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করে এবং বিকাল ৪টা ৩৭ মিনিটে ৫৫ জনকে নিয়ে দেশে ফিরে আসে। ফিরতি যাত্রীদের মধ্যে ছিলেন ৩৮ জন খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল ও প্রতিনিধি, ১৬ জন ক্রীড়া সাংবাদিক এবং একজন ছাত্র সমন্বয়ক।

বিমানটি ঢাকায় পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলীমুল আমীন প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, ভবিষ্যতেও সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সর্বদা দায়িত্ব পালন করতে প্রস্তুত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: