• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন কমিশনের ৫ কর্মকর্তার দফতর বদল 

প্রকাশিত: ২০:১৭, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন কমিশনের ৫ কর্মকর্তার দফতর বদল 

ফাইল ছবি

পাঁচ কর্মকর্তার দফতর বদল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক অফিস আদেশে বিভিন্ন শাখার উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের দফতর বদল করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষর করা অফিস আদেশে এই পাঁচ কর্মকর্তার দফতর বদল করা হয়।

অফিস আদেশে ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের সাধারণ সেবা-১ শাখার উপসচিব জি. এম. সাহাতাব উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন কল্যাণ শাখায়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে সাধারণ সেবা-১ শাখায়, বাজেট শাখার উপসচিব মো. হুমায়ুন কবিরকে নির্বাচনী সহায়তা ও সরবরাহ শাখায়, মানবসম্পদ উন্নয়ন কল্যাণ শাখার উপসচিব এম মাজহারুল ইসলামকে বাজেট শাখায় এবং উপসচিব এনামুল হককে সাধারণ সেবা-২ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: