• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

টেকসই জুলাই সনদ বাস্তবায়নে আজ আবার বৈঠকে বসবে ঐকমত্য কমিশন

প্রকাশিত: ০৮:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৮:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
টেকসই জুলাই সনদ বাস্তবায়নে আজ আবার বৈঠকে বসবে ঐকমত্য কমিশন

ফাইল ছবি

টেকসই জুলাই সনদ বাস্তবায়নে আজ আবার ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে রাজনৈতিক দলগুলো। বুধবার (১৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমীতে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেবে বিএনপি, জামায়াত, এনসিপি ও গণ অধিকারসহ বিভিন্ন রাজনৈতিক দল।

এর আগে গত রবিবার বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি। সংবিধান সংশোধনীতে আইনি পন্থার বাইরে নজির সৃষ্টি হোক, তা বিএনপি চায় না। নির্বাচন কোন কিছুর ওপর নির্ভরশীল নয়, নির্বাচন হতেই হবে, সংস্কার কার্যক্রম চলবে কোনো কিছুর কারণে বাধাগ্রস্ত হওয়া চলবে না।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা উচ্চারণ করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। যদি না হয় তাহলে আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জুলাই সনদ বাস্তবায়ন করতে কোন সরকার ব্যর্থ হলে, সে অবৈধ বলে বিবেচিত হয়, সে দিক বিবেচনায় রাখার প্রস্তাব করা হয়েছে। জুলাই সনদের আইনগত ভিত্তি থাকতে হবে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচনকে মহা উৎসবে রূপ দিতে হলে জুলাই সনদকে সংবিধানে সম্পৃক্ত করার বিষয়গুলো যুক্ত করতে হবে। তাহলেই জুলাই সনদ টেকসই হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2